ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

চকরিয়ার সোসাইটি শাহি জামে মসজিদ পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

সিএনএন বাংলা: চকরিয়া:

কক্সবাজারের চকরিয়ার ঐতিহ্যবাহী সোসাইটি বায়তুল মাওয়া শাহি জামে মসজিদ পরিচালনা কমিটির এক জরুরি সভা জুমাবার বাদে এশা মসজিদের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ আলমগীর চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় মসজিদের জায়গায় নির্মিত ওষুধ মার্কেটের মাসিক ভাড়া যথাযথভাবে মসজিদের একাউন্টে প্রদান করার স্বতঃস্ফূর্ত সমর্থনের ভিত্তিতে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

ওই কমিটিকে মসজিদ মার্কেট, ওষুধ মার্কেটসহ মসজিদের সমস্ত সম্পত্তি পুনরুদ্ধারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার ক্ষমতা প্রদান করে সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাস করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

 

এইচ এম কাদের সিএনএন বাংলা২৪