ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলপুরে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

মাসুদ রানা, ফুলপুর প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুরে একুশের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি শুরু হয়

 

উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, সহকারী কমিশনার ( ভুমি) অমিত রায় ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা , কর্মচারী বৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

 

জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা সংসদ ফুলপুর উপজেলা কমান্ড, ফুলপুর পৌরসভার মেয়র মিঃ শশধর সেন এর নেতৃত্বে পৌরসভার কাউন্সিলর বৃন্দ, ফুলপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমানের নেতৃত্বেপুলিশ সদস্যরা,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাবিবুর রহমানের নেতৃত্বে আওয়ামীলীগের নেত্রীবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা,ফুলপুর সরকারি কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ, পল্লী বিদ্যুৎ সমিতি,ফায়ার সার্ভিস, ফুলপুর পাইলট উচ্চ বিদ্যালয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, কিন্ডার গার্ডেন এসোসিয়েশন, সাহিত্য পরিষদ ফুলপুর ,এনজিও প্রতিনিধি, সুশীল সমাজ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা ও ফুলপুর প্রেসক্লাবের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

 

এছাড়াও ফুলপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর।