ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জ্যেষ্ঠতা লঙ্ঘন করে যুবলীগের কমিটি, ৫ নেতার পদত্যাগ

চট্টগ্রাম অফিস:

চট্টগ্রাম: বাঁশখালী উপজেলার যুবলীগের কমিটি থেকে এক যুগ্ম আহ্বায়কসহ পাঁচ নেতা পদত্যাগ করেছেন। গত ৪ ফেব্রুয়ারি বাঁশখালী উপজেলার যুবলীগের কমিটি গঠন করা হয়েছিল।

পদত্যাগকারীরা হলেন, নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন চৌধুরী খোকন, সদস্য রায়হানুল হক চৌধুরী, মো. জহির উদ্দিন বাবর, মাঈনুদ্দিন হাসান চৌধুরী ও সনেট দাশ

অতীত রাজনীতির মিথ্যা পদবী ব্যবহার ও অর্থ লেনদেনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে মর্মে গণমাধ্যমে সংবাদ প্রকাশের জের ধরে এই পাঁচ নেতা পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন।

পদত্যাগকারী পাঁচ নেতা জানান, দীর্ঘ সাত বছর পর গত ৪ফেব্রুয়ারি বাঁশখালী উপজেলার যুবলীগের যে কমিটি গঠন করা হয়েছে সেখানে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছে।

পাশাপাশি অতীতে কখনো দলীয় পদে না থাকলেও মিথ্যা পদবি দেখিয়ে অনেককে পদ দেওয়া হয়েছে। এছাড়াও কোটি টাকার বাণিজ্যের মাধ্যমে তিন মাস মেয়াদি এ কমিটি করা হয়েছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। এই সংবাদ দৃষ্টিগোচর হওয়ায় বিতর্কের উর্দ্ধে থাকতে আমরা এই কমিটি থেকে পদত্যাগ করলাম। কখনো সুন্দর ও সুশৃঙ্খলভাবে ত্যাগী নেতাদের সমন্বয়ে কমিটি গঠন হলে এ কমিটিকে স্বাগত জানাবো আমরা।