ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে দেড় লাখ বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী :

 

বাঁশখালীতে জেলা প্রশাসনের নির্দেশনায় দেড় লাখ চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।

 

উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী, বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দীন, চাম্বল ইউপির চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, সাধনপুর ইউপির চেয়ারম্যান কে. এম. সালাহউদ্দিন কামাল, শীলকূপ ইউপির চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শওকতুজ্জামান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। কারণ বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়। অক্সিজেন ছাড়া আমরা এক মূহুর্তের জন্যও বাঁচতে পারবো না। শুধু সরকারি উদ্যোগে নয়, নিজ উদ্যোগেও আমাদের বৃক্ষরোপণ করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আমাদের সকলকে সচেতন হয়ে কাজ করতে হবে, যাতে এক ইঞ্চি জায়গাও খালি পড়ে না থাকে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪