ই-পেপার | শনিবার , ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রতারণার মামলায় প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:

প্রতারণার মামলায় নীলফামারীর সৈয়দপুরে আব্দুল মুয়ীদ আলাল নামে ইউনিয়ন পরিষদের এক প্যানেল চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার(১২ জুলাই) গ্রেপ্তারকৃত ওই প্যানেল চেয়ারম্যানকে আদালতে সোপর্দ করা হয়েছে।এর আগে মঙ্গলবার (১১ জুলাই) মধ্যরাতে উপজেলার কামারপুকুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।আব্দুল মুয়ীদ কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামের আব্দুল কাদের মাস্টারের ছেলে ও কামারপুকুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য এবং ওই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান।

পুলিশ জানায়, প্রতারণা মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।ওই গ্রেপ্তারি পরোয়ানা আদালত থেকে সৈয়দপুর থানায় পাঠানো হয়। মঙ্গলবার রাতে গোপন সূত্রে অবস্থান শনাক্ত হয়ে পুলিশ কামারপুকুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আব্দুল মুয়ীদ আলালকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

এইচ এম কাদের, সিএনএন বাংলা২৪: