ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চকরিয়ার খুটাখালিতে বিপুল গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

গাঁজাসহ নুর নাহার নামের এক নারী মাদক কারবারীকে আটক করা হয়েছে। চকরিয়া উপজেলার খুটাখালি ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকা হতে র‌্যাব-১৫ তাকে আটক করে।

 

নুর নাহার কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের লাইট হাউস এলাকার মো: ছৈয়দের মেয়ে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাবের আভিযানিক দল খুটাখালি ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় মহাসড়ক হতে ওই মাদক কারবারীকে ২৬ কেজি গাঁজাসহ আটক করে।

মঙ্গলবার (৪ জুলাই) রাতে কক্সবাজার ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল ওই অভিযান পরিচালনা করে। অভিযানকালে অপর একজন মাদক কারবারী ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে যায়। আটককৃত মাদক কারবারী জানায়, সে এবং পলাতক ব্যক্তি দীর্ঘদিন যাবত মাদক কারবারের সাথে জড়িত।

তারা পরস্পর যোগসাজসে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বিভিন্ন পন্থায় মাদকদ্রব্য গাঁজাসহ অন্যান্য মাদক অবৈধভাবে সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে নিজেদের হেফাজতে মজুদ করে থাকে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব -১৫ এর সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানানো হয়েছে।

 

নুর মোহাম্মদ, সিএনএনবাংলা২৪