ই-পেপার | রবিবার , ৩০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

নগরীর মুরাদপুর মোড় গোলচত্বর, ক্রসিং এলাকায় জলাবদ্ধতায় আটকা পড়া যানবাহন

চট্টগ্রাম ব্যুরো,অফিস :

শুক্রবার রাতভর বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতা দেখা দিয়েছে নগরীতে। নানা জায়গা হতে আসা যানবাহন গুলো আটকা পড়েছে সড়কের উপর। কয়েক বছর ধরে নালা বড় করার কাজ করার ফলে নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হয়েছে। এখন কাজ প্রায় হলেও মুক্তি মিলেনি নগরবাসীর। পূর্বেও মীর্জাখাল, চশমা খালের মতো বড়বড় খালগুলোতে পাহাড়ী ঢলে আসা কাদামাটিতে ভর্তি হয়ে থাকায় জলাবদ্ধতা দেখা দিতো।

 

নালা বড় করা হলেও বৃষ্টিপাতের পরে পাহাড়ি ঢলে আসা কাদামাটি গুলো সরিয়ে নেয়ার বিষয়ে সচেতন থাকলে ও নালার উপর যে ব্রিজ ও ব্রিজগুলোর মাঝখানে যে দেয়াল দেয়া হয়েছে সে দেয়ালে পানির স্রোতে আসা আটকা পড়া আবর্জনা গুলো সরিয়ে নিলে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হবেনা। এতে মুক্তি মিলবে নগরবাসীর।

 

 

এইচ এম কাদের, সিএনএন বাংলা ২৪এ