ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পেকুয়ায় অবৈধ বালু পয়েন্ট, ১২ হাজার ঘনফুট বালু জব্দ

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ার টইটং এ অবৈধ বালু পয়েন্টে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ১৮ সেপ্টেম্বর দুপুরে সহকারী কমিশনার ভূমি রুম্পা ঘোষের নেতৃত্ব টইটং ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ঢালার মুখ এলাকায় অভিযান চালিয়ে শফিউল আলম প্রকাশ (মিয়া সদর), বাদশা, জাবেদ, সাবেক নবু মেম্বার ও আমির হোছেনের অবৈধ পাহাড়ি বালু পয়েন্ট বন্ধ করে দেয়। এসময় আনুমানিক ১২ হাজার ঘনফুট বালু জব্দ করে।

 

জব্দকৃত বালুগুলো স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরীকে জীম্মায় দেয়।এসময় উপস্থিত ছিলেন টইটং ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, প্যানেল চেয়ারম্যান হাজী শাহাব উদ্দিন মেম্বার, মোঃ মজিবুর রহমান ও ফারুক সাও।

 

এছাড়াও এসিল্যান্ড পেকুয়া চৌমুহুনী এলাকায় নির্ধারিত স্থান ব্যতিত অযথা পার্কিংয়ের অপরাধে ৩টি টমটম চালককে সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক ৩টি মামলায় ৯ শত টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি রুম্পা ঘোষ বলেন, অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত বালু নিলাম করে প্রাপ্ত অর্থ সরকারী কোষাগারে জমা দেওয়া হবে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪