ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ৬ শিক্ষার্থীর মধ্যে ৩ বাংলাদেশি

বিশেষ প্রতিবেদন :

 

পৃথিবী বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে এ বছর স্নাতক শেষ‌ বর্ষের পরীক্ষার শীর্ষ ৬ এ রয়েছেন বাংলাদেশের ৩ শিক্ষার্থী৷

 

গত ২০ সেপ্টেম্বর আল-আজহার বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাদের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেইজে স্নাতক মেধা তালিকার ফলাফল প্রকাশ করে তাদেরকে অভিনন্দন জানিয়েছে৷

 

পেইজটির তথ্যমতে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ইসলামিক থিওলজি ফ্যাকাল্টির হাদিস ও উলূমুল হাদিস ডিপার্টমেন্টের স্নাতক ৪ বছরের সমষ্টিগত ফলাফলে সেরা ১০ এ আছেন বাংলাদেশের ৩ মেধাবী শিক্ষার্থী৷

স্নাতক সেরা দশে জায়গা করে নেওয়া বাংলাদেশী শিক্ষার্থীরা হলেন- পাবনা জেলার মুহাম্মদ তাওহীদুল ইসলাম (গড় নম্বর: ৯০%, মেধা স্থান: দ্বিতীয়), ব্রাক্ষণবাড়িয়া জেলার জাফর উল্লাহ (গড় নম্বর: ৯০%, মেধা স্থান: তৃতীয়) এবং কুমিল্লা জেলার মুহাম্মদ আব্দুস সালাম (গড় নম্বর: ৮৭.৪৫%, মেধা স্থান: ষষ্ঠ)।

এছাড়াও ২০২২-২৩ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (সানুভি) পরীক্ষায় সেরা দশের ৭ জনই ছিল বাংলাদেশের শিক্ষার্থী।

 

পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন মিশরের গ্র‌্যান্ড ইমাম ও শাইখুল আজহার ড. আহমাদ আত-তাইয়্যাব।

তিনি শিক্ষার্থীদের সফলতা কামনা করে বলেন, আমি আশা করছি তারা সবাই নিজেদের দেশে ফিরে আল-আজহারের প্রতিনিধিত্ব করবে।

এদিকে গত শুক্রবার মিশরে বাংলাদেশী শিক্ষার্থীদের সংগঠন ‘ইত্তেহাদ’ এর বার্ষিক অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত প্রধান অতিথির বক্তব্যে এই গৌরবময় ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, ‘বাংলাদেশি কারো সফলতার কথা শুনলে গর্বে বুক ভরে যায়। আমি কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪