ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শাহ ওয়ালিউল্লাহ মাদরাসা ও গ্রামার স্কুলে মিলাদ মাহফিল

আবুল ফয়েজ চৌধুরী, চট্টগ্রাম :

 

চট্টগ্রাম নগরীর কাজেম আলি রোডের ঘাট ফরহাদবেগ সড়কে অবস্থিত শাহ ওয়ালিউল্লাহ আইডিয়াল মাদরাসা অ্যান্ড গ্রামার স্কুলের মিলাদ মাহফিল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান- ২০২৩ শনিবার (১৪ অক্টোবর) সকাল আটটায় আয়োজন করা হয়েছে।

 

অনুষ্ঠান উদ্বোধন করবেন খ্যাতিমান আলেমে দ্বীন ও শিক্ষাবিদ আল্লামা সরওয়ার কামাল আজিজী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২০ নং ওয়ার্ডের (দেওয়ানবাজার) কাউন্সিলর আলহাজ্ব চৌধুরী হাসান মাহমুদ হাসনী।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শাহ ওয়ালিউল্লাহ আইডিয়াল মাদরাসা অ্যান্ড গ্রামার স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী। এতে দেশবরেণ্য একাধিক আলেমেদ্বীন উপস্থিত হয়ে ইসলাম সম্পর্কে আলোচনা পেশ করবেন।

 

অনুষ্ঠানের শেষ অংশে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ক্রিড়া প্রতিযোগিতার আয়োজন ও পুরষ্কার বিতরণ করা হবে। এতে স্কুলের সকল ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪