ই-পেপার | বৃহস্পতিবার , ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভৈরবে ২ ট্রেনের সংঘর্ষ, নিহত ১৫

নিজস্ব প্রতিবেদেক,ঢাকা :

কিশোরগঞ্জের ভৈরবে যাত্রী ও মালবাহী ট্রেনের সংঘর্ষে হয়েছে নিহত অন্তত ১৫ জন। আরো অনেকের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এতে যাত্রীবাহী ট্রেনটির পেছনের কয়েকটি বগি ক্ষতিগ্রস্থ হয়েছে এবং অনেক যাত্রী ট্রেনের নিচে আটকা পড়েছে।

বিকেল ৪টার দিকে ভৈরব স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। তিন টি ব গি উল্টে প ড়ে যাওয়ায় সেগু লো ক্রেন ছাড়া সরা নো সম্ভব হ চ্ছে না। ইতোমধ্যে ঢাকা ও আখাউড়া থেকে ক্রেন রওনা দিয়েছে বলে জানা গেছে।

ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার একটু আগে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন ধাক্কা দেয়। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে সিগন্যালিংয়ের কোনো জটিলতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।