ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার জেলা পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন’র সভাপতি হলেন ইউনুস রানা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

 

পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন’র কক্সবাজার জেলা সভাপতি মনোনীত হয়েছেন ইউনুস রানা চৌধুরী।

 

বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড’র পরিচালনা পর্যদের সদস্য খন্দকার বিপ্লব মাহামুদ উজ্জল স্বরক্ষিত এক চিঠিতে ২৫ সেপ্টেম্বর ৪৭নং স্মারকমূলে ইউনুস রানা চৌধুরীকে কক্সবাজার জেলা সভাপতি মনোনীত করা হয়েছে বলে জানা গেছে।

 

ইউনুস রানা চৌধুরী ১৮ অক্টোবর-২০২০ সালে রামু উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি নির্বাচিত হন। আগামী
১৮ অক্টোবর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

 

পরে ১৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি নুরুল হক চৌধুরীকে দায়িত্ব হস্তান্তর করবেন। তিনি রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের দাতা ও রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের স্থায়ী সদস্য। এ ছাড়াও তিনি কক্সবাজার জেলার সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’র সাধারণ সম্পাদক এবং রামু উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

উল্লেখ্য, তিনি রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মন্ডলপাড়ার আলহাজ্ব জাহেদ হোসেন চৌধুরীর ২য় পুত্র।

 

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪