ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

তালতলীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

হায়দার হাওলাদার,তালতলী (বরগুনা) প্রতিনিধি:

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বরগুনার তালতলী উপজেলায় সম্মিলিত শ্রমিক ফেডারেশনের আয়োজনে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ মে ২০২৪) সকাল ৯ টায় মালিপাড়াস্থ সম্মিলিত শ্রমিক ফেডারেশন কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক হয়ে ফের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময়ে শ্রমিকের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

সম্মিলিত শ্রমিক ফেডারেশনের তালতলী উপজেলা শাখার সভাপতি আবু জাফরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সম্মিলিত শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাহিদুল হাসান নয়ন, তালতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজবি-উল-কবির জমাদ্দার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকন মোঃ আল মামুন, আল মামুন প্রমুখ।