ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চকরিয়ায় ওষুধ কোম্পানির এমআর-র ছুরিকাঘাতে এসআর খুন

মুহাম্মদ হেলালউদ্দিন, চকরিয়া:

হেলথ কেয়ার নামক ওষুধ কোম্পানির চকরিয়ায় কর্মরত এমআর এর ছুরিকাঘাতে একই এসআর (বিক্রয় প্রতিনিধি) খুন হয়েছেন। শনিবার (১৫ জুলাই) রাতে এশার নামাজের সময় চকরিয়া সরকারি হাসপাতাল মাঠে মসজিদের পাশে এরশাদ (৩৪) নামের ওই এমআর-কে ছুরিকাঘাতে খুন করে কোম্পানির এমআর হাসিবুল।

 

ঘটনার পরপরই ঘাতক হাসিবুল দ্রুত সটকে পড়েন। পরে বাসা থেকে পূণরায় ফিরে এসে বাইক নিয়ে পালিয়ে যাওয়ার মুহুর্তে নামাজ পড়ে বের হওয়া একজন সাংবাদিক বাইক চোর মনে করে দৌঁড়াইয়া ধরতে গেলে ওখানে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। এসময় উপস্থিত জনতা ঘাতক হাসিবুলকে আটকে রেখে পুলিশকে খবর দেয়।

 

খবর পেয়ে চকরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত হাসিবুল ও মৃত এরশাদের মরদেহ থানায় নিয়ে যায়।

জানা যায়, নিহত এরশাদ ও অভিযুক্ত হাসিবুলের বাড়ি বগুড়া জেলায়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪