ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাষ্ট্রপতি কক্সবাজার ও বান্দরবানে তিনদিনের সফরে আসছেন

সিএনএন বাংলা ডেস্ক:

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন কক্সবাজার ও বান্দরবান আসছেন তিনদিনের সফরে । এসময় তাঁর পরিবারের সদস্যরা সফর সঙ্গী হিসেবে থাকবেন। আগামী ২৯ থেকে ৩১ জুলাই রাষ্ট্রপতি দুই জেলা সফর করবেন। রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

 

পত্রে জানানো হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ২৯ জুলাই শনিবার দুপুরে হেলিকপ্টার যোগে বান্দরবান পৌঁছাবেন। পরদিন দুপুরে তিনি কক্সবাজার পৌঁছে সাগর পাড়ের একটি হোটেলে রাত্রিযাপন অবস্থান করবেন।

রাষ্ট্রপতি সমুদ্রসৈকত ও মেরিনড্রাইভসহ আশপাশের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করতে পারেন বলে আশা করা হচ্ছে। এদিন রাষ্ট্রপতির সম্মানে জেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ইতোমধ্যে রাষ্ট্রপতিরকে বরণে জেলা প্রশাসনের চলছে নানা প্রস্তুতি। আগামী সোমবার ৩১ জুলাই বিকেলে তিনি হেলিকপ্টার যোগে কক্সবাজার ত্যাগ করবেন। দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নিজ জেলা পাবনার পর প্রথম কক্সবাজার ও বান্দরবান সফরে আসছেন।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪