ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুলাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবাসহ একজন আটক

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবা সহ মোঃ সাদেক আলী (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) রাতে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের নছিরগঞ্জ বাজারের তিলকপুর পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

মঙ্গলবার রাতে কুলাউড়া থানার এসআই সুজন তালুকদার সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় কুলাউড়া থানার ১১নং শরীফপুর ইউনিয়নের নছিরগঞ্জ বাজারস্থ তিলকপুর পয়েন্টের মা-মনি মেডিকেল হল এর সামনে অভিযান পরিচালনা করে মোঃ সাদেক আলীকে আটক করা হয়।

এসময় আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

মোঃ সাদেক আলী, ১০নং হাজীপুর ইউনিয়নের বিলেরপাড় গ্রামের মোঃ তজমুল আলীর ছেলে।

 

মাদক সংক্রান্ত এ ঘটনায় আটককৃত সাদেকের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।