ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ায় ঈদে মিলাদুন্নবিতে বক্তারা : রাসুলের আগমণে সমগ্র পৃথিবী আলোকিত হয়

আবদুল হাকিম রানা, পটিয়া :

 

পটিয়া উপজেলার ১৩ নং দক্ষিণ ভূষি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে হয়রত ইমাম হোসাইন (রাঃ) স্মৃতি সংঘের উদ্যোগে আজিমুশশান ঈদে মিলাদুন্নবী (সাঃ) সম্পন্ন হয়েছে | হযরত ইমাম হোসাইন (রাঃ) স্মৃতি সংঘের সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম।

 

উদ্বোধক ছিলেন ১৩ নং দক্ষিণ ভূষি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কোরআন, শায়েখ মুফতি গোলাম রাব্বানী কাসেমী। প্রধান আকর্ষণ ছিলেন সাতবাড়িয়া হয়রত শাহ আমানত (রাঃ) সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মুফতি নিজাম উদ্দিন চিশতী। বিশেষ বক্তা ছিলেন আব্দুল জলিল সওদাগর জামে মসজিদের খতিব আলহাজ্ব জাফর আলম কাদেরী।

 

এতে আরো উপস্থিত ছিলেন হয়রত ইমাম হোসাইন (রাঃ) স্মৃতি সংঘের প্রধান উপদেষ্টা ডাঃ শাখাওয়াত হোসাইন হিরু ও সাধারণ সম্পাদক রফিকুল আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ ফরহাদ, সিনিয়র সিনিয়র সহ সভাপতি আলী আকবর, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিব, আব্দুল মান্নান, আবু সায়েদ, মুহাম্মদ রিশাত, মোহাম্মদ ফরহাদ প্রমুখ। এতে বক্তারা ঈমান আকিদা মজুবত রাখতে সব ধরণের হিংসা বিদ্বেষমুক্ত হয়ে রাসুলের আদর্শ অনুসরণের আহবান জানান।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪