ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কলেজছাত্রী আফসানা খুনে প্রেমিকের দোষ স্বীকার

সিএনএন বাংলা ডেস্ক:

রাজধানীর সূত্রাপুরে শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা আক্তার শিফাকে খুনের মামলায় প্রেমিক সৈকত সরকার আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

 

রবিবার (২৩ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক (নিরস্ত্র- এসআই) ফিরোজ আলী আসামি সৈকতকে আদালতে হাজির করেন। সৈকত স্বেচ্ছায় স্বীকারোক্তি জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে। আদালতে সূত্রাপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক রনপ কুমার এতথ্য জানান।

এর আগে শনিবার দুপুর ১২টার দিকে সূত্রাপুর এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। জানা যায়, আফসানা আক্তার শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কোচিং শেষে প্রেমিক সৈকতের বাসায় যান। আফসানা সৈকত দুইজন ভিন্ন ধর্মের ছিলেন। ধর্মান্তরিত হওয়ার জন্য একে অপরকে জোরাজুরি করেন। এই নিয়ে দুজনের মধ্যে বিরোধ বাধে।

বাগবিতণ্ডা থেকে হাতাহাতি এবং এক পর্যায়ে সৈকত আফসানাকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করেন। ঘটনার পর সৈকতের মা পুলিশকে খবর দিয়ে একমাত্র ছেলেকে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় আফসানার বাবা ফজলুর রহমান আজ রবিবার সূত্রাপুর থানায় হত্যা মামলা করেন।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪