ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মানবতার সেবায় দৃষ্টান্ত রেখেছে গাউসিয়া কমিটি

ওসমান হোসাইন, কর্ণফুলী:

গাউসিয়া কমিটি বাংলাদেশ মানবিক টিম কর্ণফুলী কর্তৃক করোনাকালে গোসল, কাফন- দাফন ও সৎকারসহ ফ্রি অক্সিজেনসেবা নিয়ে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান মঙ্গলবার সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ মানবিক টিম কর্ণফুলীর টিম লিডার সংগঠক মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস মুন্সি।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবিক সংগঠন গাউসিয়া কমিটি শরিয়ত-তরিকতের খেদমতের পাশাপাশি মানবসেবায়ও অনন্য ভূমিকা রাখছে। করোনাকালে গাউসিয়া কমিটি জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বমানবতার সেবার ক্ষেত্রে অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করছে। এই সংগঠনটি বিগত তিন বছর মুমূর্ষু করোনা রোগীদের ফ্রি এম্বুলেন্স সেবা এবং কোভিড ও ননকোভিডসহ বেওয়ারিশ মৃত ব্যক্তির গোসল, কাফন-দাফন ও সৎকার ৬৬১ জন, তন্মধ্যে বীর মুক্তিযুদ্ধা ০৭জন, সনাতন ধর্মাবলম্বী ০৪জন, বৌদ্ধ ধর্মের ১জন, বেওয়ারিশ ১২জনসহ ১০৫ জনকে ফ্রি অক্সিজেন সেবা দিয়েছে।

যা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ কর্ণফুলী থানা শাখার সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব খোরশেদ আলম। উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি শিকলবাহা দক্ষিণের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন বড় উঠান ইউনিয়ন গাউসিয়া কমিটির আহ্বায়ক মোহাম্মদ জামাল সওদাগর, মাওলানা গাজী মুহাম্মদ ইসহাক, এ এস এফ সদস্য মোহাম্মদ জামাল, মাওলানা আবুল কাশেম, মোহাম্মদ তৈয়ব হোসেন, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ মঞ্জুর আলম, শিকলবাহা আসসুন্নাহ ফাউন্ডেশন সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম মুহাম্মদ তৈয়ব হুসেন।

 

গাউসিয়া কমিটি মানবিক টিম কর্ণফুলীর সদস্য সচিব মুহাম্মদ নজরুল ইসলাম সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি মানবিক টিম কর্ণফুলীর গণযোগাযোগ সচিব মোঃ নুরুল আবসার, মো: খোরশেদ আলম, মোঃ লোকমান হোসেন রানা,মোঃ হাসান মুরাদ, মীর আহমদ, মোহাম্মদ ফজলুল করিম, মোহাম্মদ ইসমাইল, মো: রফিক উদ্দিন, মো: আরাফাত রহমান, মোহাম্মদ নুর উদ্দিন, মো: মাহফুজুর রহমান মেজবাহ, আরিফ আহমদ, মো: জাওয়াদ হোসেন তানজিম, জাবেদ আহমদ, মোঃ শহীদুল ইসলাম, মোহাম্মদ আইয়ুব, মো: জোবায়েদ হোসেন রনি মোস্তাক আহমেদ, নূর মোস্তফা প্রমুখ।

 

অনুষ্ঠানে তিন বছরের প্রতিবেদন উপস্থাপন করেন গাউসিয়া কমিটি মানবিক টিম কর্ণফুলীর সম্বনয়ক ও টিম লিডার মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। পরে দেশ-জাতির শান্তি কল্যাণ কামনায় মুনাজাত করা হয়।

 

নুর মোহাম্মদ, সিএনএন বাংলা২৪