ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভিসা নীতি রাষ্ট্রের বিষয়, ডিএমপির বিবেচ্য নয় : বিপ্লব কুমার সরকার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা:

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার বলেছেন, ভিসা নীতি নিয়ে আমরা কোনো কাজ করি না। এটা রাষ্ট্রের বিষয়। আমরা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ও অত্যন্ত পেশাদার একটি সংস্থা। আমরা কাজ করি জনগণের জান-মাল, পাবলিক ও প্রাইভেট প্রোপার্টিজের নিরাপত্তা নিশ্চিতে। সুতরাং ভিসা নীতির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।

মার্কিন ভিসা নীতি প্রয়োগ শুরুর পর আজ রোববার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।মার্কিন ভিসা নীতির প্রয়োগ শুরুর পর এর প্রভাব পুলিশের ওপর পড়বে কি না জানতে চাইলে তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশে প্রায় ৩২ হাজার জনবল রয়েছে। এই ৩২ হাজার জনবলের মধ্যে এই ভিসা নীতির বিষয়ে চিন্তার কোনো অবকাশ আছে বলে আমরা মনে করি না। আমাদের চিন্তার বিষয় হচ্ছে জনগণের জান-মালের নিরাপত্তা।

তিনি বলেন, আমাদের (ডিএমপির) ফোকাসটা অন্যদিকে, এদিকে (ভিসা নীতি) নয়। আমরা কোনো রাজনীতি করি না। আমরা কোনো রাজনৈতিক দলের সদস্যও নই।

• ভিসা নীতিতে গণমাধ্যমও যুক্ত হবে : পিটার হাস

ডিএমপির এ যুগ্ম-কমিশনার বলেন, রাজনৈতিক দল রাজনীতি করবে, কোনো রাজনৈতিক দলের সঙ্গেই আমাদের শত্রুতা নেই। বরং প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রতি আমাদের যথাযথ সম্মান রয়েছে এবং আমরা প্রত্যেককেই তাদের কার্যক্রমে যথাযথভাবে সহযোগিতা করে থাকি। যখন যে রাজনৈতিক দল আমাদের কাছে যে ধরনের সহায়তা প্রত্যাশা করে, আমরা সামর্থ্য অনুযায়ী, উদারহস্তে সে কাজগুলো করে থাকি। এখন কোন রাজনৈতিক নেতা মাঠ গরম করার জন্য কী বললেন সেটা আমাদের খুব একটা বিবেচ্য নয়। রাজনৈতিক নেতারা রাজনৈতিক ময়দানে অনেক বক্তব্য দিতেই পারেন। এগুলো আমাদের নলেজে, নজরে থাকে। তবে এগুলো আমাদের কাজের ক্ষেত্রে খুব একটা বিবেচ্য বিষয় নয়। আমাদের বিবেচ্য হচ্ছে, রাজনৈতিক দল তাদের সভা-সমাবেশ শান্তিপূর্ণভাবে করবে, স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবে। সেখানে পুলিশ কারোই কোনো প্রতিপক্ষ নয়।

 

তবে ডিএমপি অধ্যাদেশ মনে করিয়ে দিয়ে বিপ্লব কুমার সরকার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে অধ্যাদেশ রয়েছে, সে অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটন এলাকায় যে কোনো সভা-সমাবেশ করতে হলে ডিএমপি কমিশনারের কাছে আবেদন করতে হয় ও অনুমতি নিতে হয়। কাজেই ঢাকা মহানগরে দুই কোটি বাসিন্দার প্রতি আমাদের আহ্বান, যে যেই প্রোগ্রামই করুন না কেন ডিএমপি কমিশনারের কাছে অনুমতি নিয়ে করবেন। অনুমতি না নিয়ে যদি আপনি করেন তবে সেটা বেআইনি হবে। বেআইনি হয়ে গেলে পুলিশের আইনগত অধিকার জন্মায় সেটিকে প্রতিহত করার। আমি সেই পথে যাচ্ছি না, অনুরোধ করব, ডিএমপি কমিশনের অনুমতি নিয়ে আপনারা স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করবেন।

 

রাজনৈতিক কর্মসূচির নামে কোনো নাশকতার শঙ্কা পুলিশ করছে কি না? এমন প্রশ্নের জবাবে ডিএমপির এ ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, এই মুহূর্ত পর্যন্ত নাশকতার সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। তবে আমরা কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিই না। সব সময় সব বিষয়ের প্রতি আমাদের দৃষ্টিপাত থাকে। আমাদের লক্ষ্য থাকে, পর্যবেক্ষণ থাকে, গোয়েন্দা সংস্থা এটা নিয়ে সব সময় কাজ করছি। প্রতিনিয়ত তথ্য আমরা পাচ্ছি। সেগুলো আমরা বিচার-বিশ্লেষণ করে যা যা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেগুলো করে থাকি। কখনো কখনো সে ব্যবসাগুলো দৃশ্যমান হয় কখনো কখনো অদৃশ্য থেকে যায়। আমরা প্রতিটা মুহূর্তই সতর্ক রয়েছি, সজাগ রয়েছি, আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

 

এইচ এম কাদের সিএনএন বাংলা২৪