ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ০৭ গ্রাম হেরোইনসহ আটক-০৩

মাহমুদুল্লাহ রিয়াদ,ময়মনসিংহঃ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা, এর অভিযানে
০৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে এসআই (নিঃ) কমল সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন শষ্যমালা সাকিনস্থ মোঃ হাবিবুর রহমান বসত বাড়ী হইতে ১৭.৫০ ঘটিকায় ০৭ হেরোইনসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ হাবিবুর রহমান (৩৫), পিতা-মৃতঃ হযরত আলী, মাতা-মোছাঃ মাজেদা খাতুন, ২। মোছাঃ রূপালী বেগম (২৭), স্বামী-মোঃ হাবিবুর রহমান, পিতা-মোঃ হাসু মহাজন, উভয় সাং-শষ্যমালা, ৩। মোঃ সোবাহান (৩০), পিতা-মোঃ রমজান আলী, মাতা-মোঃ ছোলেহা খাতুন, সাং-বাড়েরাপাড়, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।

 

আসামী মোঃ হাবিবুর রহমান (৩৫) বিরুদ্ধে ০৫টি, আসামী মোছাঃ রূপালী বেগম (২৭) এর বিরুদ্ধে ০১টি এবং আসামী মোঃ সোবাহান (৩০) এর বিরুদ্ধে ০১টি মাদক মামলা রয়েছে।

উদ্ধারকৃত ০৭ গ্রাম হেরোইন এর বিষয়ে গ্রেফতারকৃত ০৩ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪