ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পল্লবীতে ৫০ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা:

 

রাজধানীর পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

গ্রেপ্তাররা হলেন, মো. সুলেমান (২৮) ও মো. আকরাম (১৯)। দুজনেরই বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

রোববার (২৪ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর পল্লবী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৪ এর একটি দল। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

 

এ ব্যাপারে র‍্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মাজহারুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছে, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করত। পরে তা ঢাকার সাভার, ধামরাই এবং আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে সরবরাহ আসছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪