ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

তিন বছরের মেয়েকে নিয়ে একই দড়িতে ফাঁস দিলেন গৃহবধূ

ইকরা তৌহিদ মিম, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে স্বামীর সঙ্গে কলহের জের ধরে তিন বছরের শিশুকন্যাসহ একই দড়িতে ঝুলে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ইপিজেড থানা সংলগ্ন ব্যাংক কলোনির শাহ আলম কন্ট্রাক্টরের ভবনে এ ঘটনা ঘটে।

আত্মহত্যা করা ওই তরুণীর নাম শাহনাজ বেগম (৩৩) এবং মেয়ে ইভা আক্তার (৩)।

বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বলেন, তাদের স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। আজ সকালে স্ত্রীর সাথে ঝগড়া করে স্বামী গার্মেন্টসে চলে যান। এরপর প্রথমে মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করেন মা। পরে নিজেই একই রশিতে ঝুলে আত্মহত্যা করেন। আমরা বিষয়টি জানার জন্য স্বামীকে আটক করে থানায় নিয়ে এসেছি।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪