ই-পেপার | বুধবার , ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

কুষ্টিয়া থেকে পালিয়ে আসা গৃহবধূ প্রেমিকসহ কক্সবাজারে আটক

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারের কলাতলী এলাকায় অভিযান চালিয়ে এক নারীকে উদ্ধারসহ দুই আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

গত রবিবার (২০ আগস্ট) সকাল ১০ টা ৪০ মিনিটে কক্সবাজার শহরের কলাতলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

নিখোঁজ নারী জামিলা ইসলাম শোভা( ১৯) মেহেরপুর জেলার সদর থানার মোঃ সেলিম রেজার মেয়ে। তার কথিত প্রেমিক মোঃ সাইদুর রহমান দুলকি (২৫) পাবনা জেলার ঈশ্বরদী থানার মোঃ মন্টু মন্ডলের ছেলে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কুষ্টিয়া ভেড়ামারা থানায় দায়ের করা মামলার আসামি বলেও র‌্যাব সূত্রে জানা যায়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪