![](https://cnnbangla24.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-13-at-3.30.42-PM.jpeg)
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর শাখার সাংগঠনিক সম্পাদক ডা. একেএম ফজলুল হক বলেছেন, দুস্থ ও অসহায়দের পাশে জামায়াত সবসময় ছিল। অতীতেও যেকোন প্রাকৃতিক দুর্যোগে জামায়াতে ইসলামী মানুষের পাশে ছিল। তারই ধারাবাহিকতায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে জামায়াত শীতবস্ত্র বিতরণ করছে। সমানেও দেশের মানুষের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে জামায়াতে ইসলামী ।
চকবাজার থানা জামায়াতের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র উপহার বিতরণকালে তিনি এসব বলেন।
চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে ও সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরীর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন চকবাজার থানা নায়েবে আমীর আব্দুল হান্নান, চকবাজার থানা কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ইলিয়াছ, এরশাদুল ইসলাম, মাওলানা খালেদ জামাল প্রমুখ।