ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাষ্ট্রের কল্যাণে সাংবাদিক-পুলিশের ভিশন একই, বাঁশখালী থানা পরিদর্শনে জেলা পুলিশ সুপার

শিব্বির আহমদ রানা, বাঁশখালী 

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস.এম শফি উল্লাহ (সফিক) বিপিএম সোমবার বিকেলে বাঁশখালী থানা পরিদর্শন করেন। এর পূর্বে তিনি এদিন দুপুর সাড়ে ১২টার দিকে বাঁশখালী কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকা পরিদর্শন করেন। সেখানে প্রকল্পের কন্ট্রোলরুম সহ বিভিন্ন সেক্টর পরিদর্শন শেষে কর্মকর্তা-কর্মচারিদের সাথে মতবিনিময় করেন। এসময় বিভিন্ন বিষয়ে পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন তিনি।

 

বিকেল চারটার দিকে তিনি বাঁশখালী থানা পরিদর্শন করেন। এ সময় বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দীন পিপিএম’র নেতৃত্বে তাকে সশস্ত্র প্যারেডে গার্ড অনার প্রদান করা হয়। এ সময় থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

 

পরে বিকেল সাড়ে ৪টায় তিনি বাঁশখালীতে কর্মরত সাংবাদিকদের সাথে ওসির কক্ষে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, জনসাধারণের সার্বিক জানমালের নিরাপত্তার লক্ষ্যে কাজ করছে পুলিশ, এলাকা অপরাধমুক্ত রাখতে ও নাগরিক নিরাপত্তা বিধানে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাংবাদিকদের মূল্যায়ণ করলে পুলিশ ও রাষ্ট্রের উপকার হয়। সাংবাদিকদের যেখানে সম্মান দেয়না সেখানে জনকল্যাণ হয় না। রাষ্ট্রের কল্যাণে সাংবাদিক-পুলিশ মিলেমিশে কাজ করবো। সাংবাদিক আর পুলিশের ভিশন একই, সবার কাজ রাষ্ট্রের কল্যাণ করা। বাঁশখালীর আইনশৃংখলা উন্নয়নে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। এখানে যারা দায়িত্ব পালন করেন তারা কিছুদিন পর অন্যত্র চলে যায়। এলাকার আইনশৃংখলা উন্নয়ন হলে তার সুফল ভোগ করবে আপনাদের পরবর্তি প্রজন্মরাও।’

 

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার সার্কেল (আনোয়ারা) কামরুল ইসলাম (সুমন), ওসি মো. কামাল উদ্দীন পিপিএম, পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদার, সেকেন্ড অফিসার রাজীব পোদ্দার, রামদাশ হাট ফাঁড়ির ইনচার্জ মো. সোলায়মান, বাহারছড়া ফাঁড়ির ইনচার্জ মো. মজনু মিয়াসহ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪