শিব্বির আহমদ রানা, বাঁশখালী :
চট্টগ্রামের বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে টেম্পারিং করে মেয়াদোত্তীর্ণ দেশী-বিদেশী পানীয় ও খাবার সংরক্ষণ এবং বিপণনের দায়ে উপজেলা সদরে অবস্থিত অভিজাত কোম্পানীর দু’টি দোকান ফুলকলি ও মধুবনকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পৌরসদর ও জলদির মিয়ারবাজার এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল খালেক পাটোয়ারী।
অভিযান পরিচালনা শেষে আবদুল খালেক পাটোয়ারী সাংবাদিকদের বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে মেয়াদোত্তীর্ণ দেশী-বিদেশী পানীয় ও খাবার সংরক্ষণ, বিপণন ও টেম্পারিং করে মেয়াদ তুলে পণ্য বিক্রির দায়ে উপজেলা সদরে অবস্থিত জলদি এলাকায় ফুলকলিকে ৫০ হাজার টাকা ও মিয়ার বাজারস্থ মধুবনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।