ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদগাঁওতে ৪৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সেলিম উদ্দীন, কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বঙ্কিম বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪৪ হাজার ইয়াবাসহ ইয়াছিন নামের এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫।

২৪ আগস্ট বৃহস্পতিবার র‌্যাব কক্সবাজারের একটি চৌকস দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে মাদকসহ ঐ কারবারীকে আটক করে।

আটককৃত ব্যক্তি মোঃ ইয়াছিন (৩০) উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ২ নং ওয়ার্ডবঙ্কিম বাজার এলাকার মৃত নুর আহম্মদের পুত্র।

প্রাপ্ততথ্যে জানা গেছে, র‌্যাব-১৫ কক্সবাজারের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঈদগাঁও জালালাবাদ ইউনিয়নের বঙ্কিম বাজার জামে মসজিদের সামনে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে মোঃ ইয়াছিন নামে মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এসময় আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ৪৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে ঈদগাঁও থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪