ই-পেপার | রবিবার , ৩০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামের বন্দর ইপিআই জোনে কলেরা টিকাদান ক্যাম্পেইন শুরু

হোসেন বাবলা,চট্রগ্রাম

চট্রগ্রাম নগরীর ৩৮ এবং ৩৯ নং ওয়ার্ডে বন্দর ইপিআই জোনের আওতাধীন চসিকের উদ্যোগে মুখে খাওয়ার কলেরা টিকাদান ক্যাম্পেইন সোমবার(১৮ সেপ্টেম্বর) শুরু হয়েছে। এক বছরের উপর সকল মানুষকে খাওয়ানোর কর্মসূচি ১ম রাউন্ড ১৭-২১ সেপ্টেম্বর এবং ২য় রাউন্ড : ৮-১২ অক্টোবর ‘২০২৩ অনুষ্ঠিত হবে বলে ইপিআই সূত্র জানায়।

এপ্রসঙ্গে জোনাল মেডিকেল অফিসার ডা হাসান মুরাদ চৌধুরী বলেন, ৪৫ টি কেন্দ্রে ১,৩৫,০০০ জন লোকের মাঝে এই বিশেষ কলেরা টিকাদান মুখে খাওয়ার জন্য বিনা মূল্যে বিতরণ করা শুরু হয়েছে গতকাল থেকে।

তিনি আরো জানান, এ কর্মসূচি পালনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ টিম আজ নগরীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন।এসময়ে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড হেলথ্ অরগানাইজেশান এর ডিভিশনাল কো-অর্ডিনেটর ডা. ইমং প্রু চৌধুরী, এস.আই.এম.ও ডা.সরওয়ার আলম, চসিক ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোঃ চৌধুরী এবং বন্দর ইপিআই জোনের,জোনাল মেডিকেল অফিসার ডা. মোঃ হাসান মুরাদ চৌধুরী।

 

পরিদর্শন কালে চসিক ও WHOএর প্রতিনিধি দল অনেকটা সন্তুষ্টি হয়েছে এবং এই প্রথম কলেরা টিকা মুখে খাওয়ার বিষয়ে অনেকেই আপসেট ও বিব্রত হলেও আয়োজন অত্যন্ত ফলপ্রসূ হতে পারে।
সকল জনসাধারণকে বিষয়টি নিয়ে সহযোগিতায় এগিয়ে আসার জন্য বিশেষ আহ্বান বন্দর ইপিআই জোন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪