ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুটবলার আশিক ব্লাড ক্যান্সারে মারা গেছেন

চট্টগ্রাম অফিস :

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ফুটবল টিমের উদীয়মান গোলকিপার মোঃ আশিক ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোর ৬টায় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে মৃত্যু বরণ করেন,(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

আশিকের আকষ্মিক মৃত্যুতে চট্রগ্রামস্থ দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টায় আনোয়ারাস্থ রায়পুর ইউপি চুল্লোজেমের বাড়ি জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপজেলা ফুটবল টিমের সদস্যরা।