ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ায় বৃদ্ধের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার

আবদুল হাকিম রানা, পটিয়া:

 

পটিয়া পৌরসভার উত্তর গৌবিন্দার খীলের নিজ বাড়ীর পুকুর পাড় থেকে শনিবার দুপুরে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাড়ি থেকে বের হওয়ার পর সারাদিন পেরিয়ে যাওয়ার পরও ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুোজাখুঁজি করতে থাকে। খোঁজাখোঁজির পর শনিবার রাত দশটার দিকে নিহতের বাড়ির পুকুর পাড়ে লাশ দেখতে পান স্থানীয়রা। লাশটি ছিল আগুনে ঝলসে যাওয়া।

 

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পটিয়া পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের ইন্জিনিয়ার নুরুল আলম চৌধুরীর বাড়ীর পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।নিহতের নাম মনির আহমদ (৭০)। তিনি পৌরসভার ৯ নং ওয়ার্ডের উত্তর গোবিন্দারখীল গ্রামের ইঞ্জিনিয়ার নুরুল আলম চৌধুরীর বাড়ির মৃত আবদুর রশীদের পুত্র।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃদ্ধ মনির আহমদ প্রতিদিন রাতে বিলে মাছ ধরার জন্য জাল বসাতেন। তারই সূত্র ধরে তিনি শুক্রবার ভোর থেকে নিখোঁজ হন। পরে বিকেল থেকে পরিবারের লোকজন তাকে খুোজাখুঁজি করে না পেয়ে যখন হতাশ ঠিক তখনই রাতে প্রতিবেশীরা পুকুর পাড়ে তার লাশ দেখতে পান। এতে সবাই ছুটে গিয়ে সনাক্ত করেন এটি বৃদ্ধ মনীর আহমদের পোড়া দগ্ধ লাশ।

 

তবে বোঝা যাচ্ছিলনা যে, এটি আগুনে পোড়া না কোন দাহ্য ক্যামিকেলে ঝলসে গেছে! পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রিটন সরকার বলেন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড থেকে দগ্ধ এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪