ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

তিনটহরী ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকার দিবস পালিত

আলমগীর হোসেন, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি জেলার মানিকছিড় উপজেলার তিনটহরী ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, ফ্রি জন্ম নিবন্ধন সেবা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

ইউনিয়ন পরিষদের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে আলোচনা সভায় তিনটহরী ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সুমন মিয়ার উপস্থাপনায় সভাপতিত্ব করেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন।

 

আলোচনা করেন, ইউপি সদস্য আবুল কালাম, শাহ আলম, কংচাইরী মার্মা, কামাল পাশা, টিপু সুলতাল, মহিলা সদস্য নারগিস আক্তার, ফরিদা বেগম প্রমুখ।এতে বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার মাঠ পর্যায়ে ব্যাপক উন্নয়ন করছে। গৃহহীনদের বসবাসের জন্য জায়গা ও ঘর নির্মাণ করে দিয়েছেন।

 

গ্রামগঞ্জে গ্রামীণ বিজ্র, রাস্তা, কালভার্টসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই এই সরকারের উন্নয়ন ধরে রাখার আহবান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে আবারও বিজয়ী করতে সবার প্রতি আহবান জানানো হয়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪