ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

হাতিয়ায় প্রথমবারের মতো পালিত হলো স্থানীয় সরকার দিবস

হানিফ সাকিব, হাতিয়া:

সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’–এই প্রতিপাদ্যে সারাদেশে ন্যায় প্রথমবারের মতো জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ ও উন্নয়ন মেলা উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় হাতিয়া উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে উন্নয়ন মেলার আলোচনা সভায় সমবেত হয়।

 

সভায় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী, হাতিয়া থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ও নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:জিসান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আমির হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুভাষ পাল,সমাজসেবা অফিসার কাজী ইমরান, ফিশারিং কর্মকর্তা মোহাম্মদ আসারুল ইসলাম প্রমুখ। এছাড়া উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪