ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের লেকের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সেলিম উদ্দীন, কক্সবাজার অফিস

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান লেকের পানিতে ডুবে মোঃ ইব্রাহিম (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (২৫ আগষ্ট) বিকেলে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান লেকে এই ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ রাতে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে জানা গেছে।

 

মারা যাওয়া শিশু মোঃ ইব্রাহিম বর্ণিত ইউনিয়নের ৪ নং ওয়ার্ড গর্জনতলী নলবুনিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়নের সাবেক মেম্বার অলি আহমদ।

 

পরিবারের লোকজনের বরাত দিয়ে তিনি বলেন, ইব্রাহিমসহ আরো দুই শিশু এদিন বিকেলে লেকের পানিতে নামে খেলছিল। এসময় ওরা দু’জন ফিরে আসলেও ইব্রাহিম ডুবে যায়। তার খোঁজ না পেয়ে পরিবারের লোকজন লেকের পানিতে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে সন্ধ্যার সময় তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। শিশু পুত্রকে হারিয়ে মুহ্যমান হয়ে পড়েছে পরিবারের সবাই।

 

মারা যাওয়া ইব্রাহিমের বাবা নুরুল ইসলাম কাঁদতে কাঁদতে বলেন, লেকের পানিতে তারা তিনজন খেলছিল। কীভাবে যে কী হয়ে গেল কেউ বুঝতেই পারিনি। যতক্ষণে খুঁজে পাইছি ততক্ষণে লাশ হইয়া গেছে।

 

মেদাকচ্ছপিয়া বিট কর্মকর্তা মোঃ আলাউদ্দিন বলেন, বন পাহারায় সার্বক্ষনিক পাহার দলের লোকজন রয়েছে। তাদের ফাঁকি দিয়ে স্থানীয় শিশুরা পানিতে নেমে পড়ে। ঘটনাটি আসলে দুঃখজনক। নবনির্মিত লেকের এখনো নিরাপত্তা বেস্টনি হয়নি।
তারপরও বন-লেক পাহারায় টহলদল কাজ করছে।

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪