ই-পেপার | মঙ্গলবার , ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে সাপের কামড়ে শিক্ষিকার মৃত্যু

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে সাপের কামড়ে নাসরিন সোলতানা (৩৩) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। রোববার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৬টার সময় বাহরচরা ইউপির চাপাছড়ি গ্রামের নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত নাসরিন সোলতানা ওই এলাকার চাপাছড়ি গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলী চৌধুরী বাড়ির মো. নুরুল আমিনের স্ত্রী।

 

তিনি পশ্চিম চাপাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। নিহত নাসরিন সোলতানার স্বামী মো. নুরুল আমিনের সাথে কথা বললে তিনি জানান, ‘আমাদের বাড়িতে মুরগির ছোট একটা ঘর (আরাইল) আছে। সন্ধ্যায় সেটা বন্ধ করতে যায় আমার স্ত্রী।

 

সেখানে আগে থেকে সাপ উঁৎপেতে ছিল তা তিনি দেখেন নি। সাপ তার বাম পায়ে কামড় দিলে সে চিৎকার দেয়। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত চমেক নিয়ে যাই। সাড়ে ৮ টায় চমেক পৌঁছালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাসরিন সোলতানা ও তার স্বামী মো. নুরুল আমিন তাঁরা দুজনই পশ্চিম চাপাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাদের দাম্পত্য জীবনে ২ ছেলে ও এক কন্যা সন্তন রয়েছে।

 

এইচ এম কাদের সিএনএন বাংলা২৪