ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সৈকতে ঢেউয়ের তোড়ে ভেসে এলো লাশ

কক্সবাজার অফিস:

কক্সবাজার সমুদ্রসৈকতে ঢেউয়ের তোড়ে একটি অজ্ঞাতনামা লাশ ভেসে এসেছে। রোববার (৬ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে সৈকতের ডায়াবেটিক পয়েন্টে লাশটি ভেসে আসে।

কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের সেবায় নিয়োজিত বিচকর্মীদের ইনচার্জ মাহাবুব আলম জানান, সৈকতের ডায়াবেটিক পয়েন্টে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ ভেসে এসেছে। লাশটির শরীরের বিভিন্ন স্থানে পঁচন ধরেছে। এটি সপ্তাহখানেক আগের লাশ হতে পারে। মৃত ব্যক্তির পরনে গেঞ্জি ও হাফ প্যান্ট রয়েছে। লাশটি কোনো জেলে নাকি কোনো দুর্ঘটনায় পতিত ব্যক্তির, তা উদাঘাটনের চেষ্টা চলছে।

 

এইচ এম কাদের, সিএনএন বাংলা২৪