ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দীর্ঘ প্রবাস জীবন শেষে কফিনে ফিরলেন বাঁশখালীর হেলাল

শিব্বির আহমদ রানা, বাঁশখালী:

দীর্ঘ ১১ বছর প্রবাসে থেকে সর্বশেষ কফিনবন্দী হয়ে দেশে ফিরলেন বাঁশখালীর শেখেরখীলের সন্তান, মালয়েশিয়া প্রবাসী মো. হেলাল উদ্দিন (৩২)। বুধবার রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কফিনভর্তি তাঁর লাশ দেশে পৌঁছায়। রাত ৩টায় বিমানবন্দরে তার ভগ্নিপতি মো. কামরুল ইসলাম লাশটি গ্রহণ করেন।

 

এর আগে গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় হেলাল উদ্দিন তার কর্মস্থল মালয়েশিয়ার বেনথংয়ে ড্রেনের কাজ করার সময় পাহাড় ধসে মাটি চাপা পড়েন। পরে সেখান থেকে উদ্ধার করে তাকে স্থানীয় বেনথং হসপিটালে নিয়ে গেলে রাত ৮টা ৫০ মিনিটে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন মালয়েশিয়া প্রবাসী তার সম্পর্কের চাচাতো ভাই মোহাম্মদ ইলিয়াছ।

 

হেলাল উদ্দিন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের গুইল্যাখালী ৭ নম্বর ওয়ার্ডের আইনা বাপের বাড়ির মৃত ছৈয়দুল হকের দ্বিতীয় পুত্র।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১২ সালে মা-বাবা ও ছয় ভাই-বোনের অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে বিদেশে পাড়ি দেন মো. হেলাল উদ্দিন। মালয়েশিয়ায় তিনি নির্মাণ শ্রমিকের কাজ করতেন। তার উপার্জিত অর্থে পরিবারে সচ্ছলতা ফেরে। প্রবাসে থাকাকালীন তিনি মা-বাবাকে হারান। গত ছয়মাস আগে দেশে এসে বিয়েও করেন হেলাল। বিয়ের পর সর্বশেষ গত ৭ জুন পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্য আবারও মালয়েশিয়ায় পাড়ি জমান।

 

ভগ্নিপতি মো. কামরুল ইসলাম জানান, গতরাত ১২ টা ৫৫ মিনিটে মালয়েশিয়ার একটি বিমানে হেলালের কফিনবন্দি লাশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। রাত ৩টায় আমাদেরকে লাশ বুঝিয়ে দেয় বিমান কর্তৃপক্ষ। পরে লাশ নিয়ে গ্রামের বাড়ির উদ্দ্যেশ্যে রওনা হয়েছি। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় হেলাল উদ্দিনের গ্রামের বাড়ি গুইল্যাখালী স্থানীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।

 

প্রবাসী হেলালের মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। একইসাথে এলাকাবাসীও শোকাহত বলে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে।

 

এইচ এম কাদের.সিএনএন বাংলা২৪: