ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি অটোরিকশা জব্দ

 

কোহিনূর হেলাল, কক্সবাজার :

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে ১০ হাজার পিস ইয়াবাসহ একটি সিএনজি অটোরিকশা আটক করেছে হোয়াইক্যং হাইওয়ে থানার পুলিশ।বৃহস্পতিবার (২ নভেম্বর), সন্ধ্যা ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের কেরুণতলী চাকমারকুল থেকে ইয়াবাসহ সিএনজিটি জব্দ করা হয়।

 

জানা গেছে, কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের টেকনাফ থানাধীন কেরুণতলী চাকমারকুল নামকস্থানে হোয়াইক্যং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক কাইয়ুম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে মহাসড়কে চেকপোস্ট ডিউটি করাকালীন কক্সবাজারগামী একটি সিএনজি (রেজিঃ নং-কক্সবাজার-থ-১১-৯৭২৪) থামার সংকেত দিলে সিএনজির চালক হাইওয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি রেখে পালিয়ে যায়।পরবর্তীতে সিএনজিতে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৪ টি সাদা পলিথিনের প্যাকেট ও ১০ টি নীল রঙের পলিথিনের প্যাকেট উদ্ধার করা হয় যার ভিতরে ছিলো ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ।

 

 

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ পরিদর্শক কাইয়ুম উদ্দিন চৌধুরী। এখনো কাউকে আটক করা না গেলেও এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।