ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভোরে রাজধানীর অদূরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

 

এছাড়াও, বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা দিবস উদযাপনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বাংলাদেশে আগত ভুটানের রাজা জিগমে খেসার নামগ্যেল ওয়াংচুক সকাল ৫:৫৭ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান।

 

১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ ছিল ভুটান। দীর্ঘ ১১ বছর পর ওয়াংচুক তার স্ত্রীকে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন। এর আগে ভুটানের রাজা-রানী ২০১৩ সালে বাংলাদেশ সফর করেন।

 

পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ভুটানের রাজা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং শোক সঙ্গীত বাজানো হয়।

 

দেশের প্রধান, সরকার প্রধান এবং ভুটানের রাজা জিগমে খেসার ও রানী জেৎসুন পেমা স্মৃতিসৌধ প্রাঙ্গণে রক্ষিত ভিজিটর বইতেও স্বাক্ষর করেন।

 

এসময় শেখ হাসিনা, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিও বটে, তার দলের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

 

সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রীগণ, উপদেষ্টাগণ, বিশিষ্ট রাজনীতিবিদ, আওয়ামী লীগের নেতাকর্মী, সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক, উন্নয়ন সহযোগীদের প্রতিনিধি এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

 

১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাতে শুরু হওয়া ইতিহাসের এক করুণ অধ্যায়ের স্মৃতি নিয়ে আসে ২৬শে মার্চ। সেই রাত থেকে নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর একই বছরের ১৬ ডিসেম্বর লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা।