ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে কর্মরত পুলিশ সদস্য ও সিভিল স্টাফের মেধাবী সন্তানদের সংবর্ধনা

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ:

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত ময়মনসিংহ জেলায় কর্মরত পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের মেধাবী সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠান জেলা পুলিশ লাইন্স কল্যাণ শেডে অনুষ্ঠিত শনিবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য। গেস্ট অব অনার ছিলেন পুনাকের উপদেষ্টা মধুছন্দা ভট্টাচার্য্য।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।

 

অনুষ্ঠানে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ নারী কল্যাণ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ পুনাকের সভানেত্রী ডাঃ রেবেকা শারমিন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) উপস্থিত ২৯ মেধাবী ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় তিনি সকলকে অভিনন্দন জানান এবং সন্তানদের উপর কোনো কিছু চাপিয়ে না দিয়ে তাদের স্বকীয়তা ও স্বতঃস্ফূর্ততার উপর অভিভাবকদের গুরুত্ব দেয়ার আহ্বান জানান। এছাড়া তারা যেনো মাদকের সাথে জড়িত না হয় সে ব্যাপারে বিশেষ দৃষ্টি রাখারও আহ্বান জানান।

 

পরে পুনাক ময়মনসিংহের পক্ষ থেকে প্রধান অতিথি সকল কৃতী শিক্ষার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের মাঝে বই ও ২৯ হাজার টাকার প্রাইজবন্ড ও সনদপত্র তুলে দেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪