ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সৈয়দ হিরণ ছিলেন সংগ্রামী গণমানুষের বলিষ্ঠ কন্ঠস্বর’

সালেহ আহমদ (স’লিপক), সিলেট:

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা সভাপতি ও কেন্দ্রীয় নেতা কমরেড সিকান্দর আলী বলেছেন, সৈয়দ হাবিবুর রহমান হিরণ ছিলেন রাজপথের আন্দোলনের একজন বীরসৈনিক এবং অধিকার বঞ্চিত গণমানুষের অকুতোভয় সংগ্রামী নেতা।

১২তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

 

সোমবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সময়ে অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ পোয়েটস ক্লাব আয়োজিত স্মরণসভায় প্রধান আলোচকের বক্তব্যে কমরেড সিকন্দর আলী প্রয়াত জাসদ নেতা, সাহিত্য ও সংস্কৃতিক সংগঠক, বাংলাদেশ পোয়েটস ক্লাবের যুগ্ম মহাপরিচালক সৈয়দ হাবিবুর রহমান হিরণ স্মরণে এই বক্তব্য রাখেন।

 

বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পোয়েটস ক্লাব ঢাকা জেলা ও বিভাগীয় কমিটির সভাপতি কবি আতাউল ইসলাম সবুজ, সিলেট বিভাগীয় সভাপতি কবি ও সাংবাদিক হৃষীকেশ রায় শংকর, ইউকে সভাপতি কবি ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক কবি লুৎফুর রহমান চৌধুরী রাকিব, সিলেট জেলা সিনিয়র সহ-সভাপতি কবি মুহাম্মদ তোবারক আলী, সিলেট মহানগর সাধারণ সম্পাদক কবি মাসুদা সিদ্দিকা রুহী, সিলেট জেলা সহ-সাধারণ সম্পাদক কবি এম এ ওয়াহিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিফতাহ উদ্দিন লাভলু, মহিলা সম্পাদক কবি সুরাইয়া পারভীন লিলি, মৌলভীবাজার জেলা সভাপতি কবি সালেহ আহমদ (স’লিপক), সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক কবি শাহিনা জালালী পিয়ারা, সিলেটের বালাগঞ্জ শীতলপাটি সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি মোহাম্মদ আবদুল ওয়াহিদ, সিলেট লেখিকা সংঘের কবি নূরুন্নেছা চৌধুরী রুনী, ঢাকার কবি মুহাম্মদ দেলোয়ার হোসেন, কলকাতার কবি মোহাম্মদ আল্লারাখা, বাংলাদেশ পোয়েটস ক্লাবের পরিচালক কবি ও গীতিকার ঢালী মোহাম্মদ দেলোয়ার হোসেন, পরিচালক কবি নবাব সালেহ আহমদ, নারায়ণগঞ্জ জেলা সভাপতি কবি লায়ন সালেহ আহমেদ বাদশা, নেত্রকোনা জেলা সভাপতি কবি তৌফিকা আজাদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি কবি সৈয়দা শিরিন আক্তার, নরসিংদী জেলা সভাপতি কবি মুর্শেদা ভূইয়া মীরা, ঢাকা মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কবি মিয়া আসলাম প্রধান, বরিশাল জেলা সভাপতি কবি শাহ্ কামাল সবুজ,গাজীপুর জেলা সম্পাদক কবি ও গীতিকার আমজাদ হোসেন, চট্টগ্রাম জেলা সম্পাদক কবি মনির উদ্দিন নজরুল, পোয়েটস ক্লাবের নবীন মুখ নাসরিন সুলতানা প্রমুখ।

 

অনুষ্ঠানে সৈয়দ হাবিবুর রহমান হিরণ স্মরণে দুরুদ শরীফ পাঠ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

সভাপতির বক্তব্যে কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, পোয়েটস ক্লাবের যুগ্ম মহাপরিচালক হিসেবে সৈয়দ হাবিবুর রহমান হিরণ দীর্ঘদিন গভীর আন্তরিকতার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করেছেন। আমরা তাঁকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে আসছি সব সময়।

অন্যান্য বক্তাগণও সৈয়দ হাবিবুর রহমান হিরণ এর স্মৃতিচারণ করে তাদের বক্তব্যে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪