ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জমকালো আয়োজনে দৈনিক বর্তমান’র কক্সবাজার অফিস উদ্বোধন

কক্সবাজার অফিস:

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় সংবাদপত্র ‘দৈনিক বর্তমান’ এর কক্সবাজার অফিস জমকালো, বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার (২ সেপ্টেম্বর) রাতে কক্সবাজার শহরের প্রধান সড়কের নুর ম্যানশনের তৃতীয় তলায় দৈনিক বর্তমান’র এই অফিসটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, পত্রিকাটির নির্বাহী সম্পাদক, খ্যাতিমান ও স্বনামধন্য সাংবাদিক নাজমুল হক সরকার।

 

কক্সবাজার জেলা প্রেসক্লাব’র সাংগঠনিক সম্পাদক তৌহিদ বেলাল এর সভাপতিত্বে ও শাকের বিন ফয়েজের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, দৈনিক আজকের বাংলা’র কক্সবাজার জেলা প্রতিনিধি সালাহউদ্দিন কাদের, সিএনএন বাংলা’র নিজস্ব প্রতিবেদক নুর মোহাম্মদ, চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক আমির হোসেন, জিয়াউল হক জিয়া, মুহাম্মদ সিরাজুল ইসলাম, আবদুল্লাহ বিন ছিদ্দিক ফাহিম প্রমুখ।

অনুষ্ঠানে দৈনিক বর্তমান’র নির্বাহী সম্পাদক নাজমুল হক সরকার বলেন, ‘সংবাদপত্র জাতির দর্পন। এখানে সমাজের নানা অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি দেশের উন্নয়ন-অগ্রগতির সঠিক চিত্র উপস্থাপন করতে হবে।’

 

তিনি বলেন, ‘কক্সবাজার দেশের প্রধান পর্যটন নগরী ও বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত এখানে অবস্থিত। পর্যটনের অমিত সম্ভাবনার এই নগরীকে মাস্টারপ্ল্যানের মাধ্যমে সাজিয়ে তোলা হলে এখানকার রাজস্ব আয় দিয়ে পুরো দেশের অর্থনীতির সিংহভাগ যোগান দেয়া সম্ভব হবে৷’

নাজমুল হক সরকার বলেন, ‘রোহিঙ্গা ও মাদক কক্সবাজারের প্রধান সমস্যা। মাদক নির্মূল ও সীমান্ত পেরিয়ে বিভিন্ন মাদক পাচার রোধে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও কঠোর নজরদারি বাড়াতে হবে। এছাড়া বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজ দেশে ফেরাতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ ও প্রয়োজনে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করতে হবে।’

 

কক্সবাজারের প্রবীণ সাংবাদিক, চট্টগ্রাম মহানগরী ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন জাতীয় দৈনিকের ব্যুরো চিফ ও বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা সাংবাদিক তৌহিদ বেলালকে দৈনিক বর্তমান’র চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক এবং কক্সবাজার জেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও সিএনএন বাংলা’র ব্যবস্থাপনা সম্পাদক শাকের বিন ফয়েজকে দৈনিক বর্তমান এর কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব অর্পন করা হয়।

 

অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন এবং প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪