ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারের পেকুয়া উপজেলা প্রেসক্লাব’র অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলা প্রেসক্লাবের অফিস উদ্বোধন হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পেকুয়া উপজেলা সদরের একটি শপিং সেন্টারের দোতলায় ফিতা কেটে অফিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন- পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পূর্বিতা চাকমা ও কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুল কাদের চৌধুরী।

 

এসময় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- ইউএনও পূর্বিতা চাকমা। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন- কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী। প্রধান বক্তা ছিলেন- কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচএম এরশাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এনজিও ফোরামের সদস্য সচিব, কোস্ট ফাউন্ডেশনের সহকারি পরিচালক ও কক্সবাজার জেলা প্রেসক্লাবের আজীবন সদস্য জাহাঙ্গীর আলম, সিনিয়র সহসভাপতি ফরিদুল আলম শাহীন, সাংগঠনিক সম্পাদক তৌহিদ বেলাল, অর্থ সম্পাদক জাহেদ হোসেন ও কার্যকরি সদস্য শাকের বিন ফয়েজ।

পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক ও যুগ্ম সম্পাদক এফএম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে পেকুয়ায় কর্মরত সাংবাদিক, শিক্ষাবিদ ও বিভিন্ন রাজনীতিবিদ উপস্থিত থেকে মতামত পেশ করে বক্তব্য দেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪