ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ইতালির ভেনিসে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইতালির ভেনিস বিএনপি।মেসত্রে সেন্টারের একটি রেষ্টুরেন্ট হলে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী সভায় সভাপতিত্ব করেন ভেনিস বিএনপির সভাপতি আবদুল আজিজ সেলিম।প্রধান অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা রফিক ঠাকুর।

 

আমাদের ইউরোপ ব্যুরো প্রধান জাকির হোসেন সুমন জানান,অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ৪৫ বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠিত করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় নিয়ে। তিনি বিশ্বের বুকে বাংলাদেশিদের জাতিগতভাবে মাথা উঁচু করে দাঁড়ানোর রাজনীতি শুরু করেছিলেন। দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। মানুষের রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন।

 

সভাপতি আবদুল আজিজ সেলিম বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষকে যে মুক্তি এবং অধিকার এনে দিয়েছিলেন তা আজ আবার আমরা হারিয়ে ফেলেছি। আমাদের রাজনৈতিক স্বাধীনতা হাইজ্যাক হয়ে গেছে। একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণমানুষের সেই অধিকার ফিরিয়ে আনতে হবে।

 

ভেনিস বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফান মিয়ার উপস্থাপনায় প্রতিষ্ঠাবার্ষিকী সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের জেষ্ঠ সহসভাপতি জব্বার মাঝি। বিশেষ অতিথি ছিলেন, উপদেষ্টা আখতার মোল্লা।

বক্তৃতা করেন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম সরদার, সহসভাপতি ফারুক শেখ, যুবরাজ দেওয়ান, মুনসুর পেদা, ফারুক মালত, শুভ আহমেদ নিরব, জহিরুল ইসলাম, রামিম দেওয়ান, আব্দুল হক, রাজীব খান, সবুজ লাকুরিয়া, শরিফ মৃধা, আব্দুর রহমান প্রমূখ।

 

প্রধান বক্তা জব্বার মাঝি তাঁর বক্তৃতায় বলেন, তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে ‘টেক ব্যাক বাংলাদেশ’ আন্দোলন জোরদার করতে হবে। গণআন্দোলনের মাধ্যমে বিএনপিসহ সকল বিরোধী দলের এক দফার দাবি আদায় করতে হবে। দল নিরপেক্ষ কেয়ারটেকার সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না।

 

জনাকীর্ণ আলোচনা শেষে কেক কেটে এবং মুহুর্মুহু শ্লোগানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪