ই-পেপার | সোমবার , ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

পালিয়ে যাওয়ার শঙ্কায় দেশত্যাগে নিষেধাজ্ঞা, যা বললেন ইমরান

আন্তর্জাতিক ডেস্কঃসিএনএন বাংলা২৪

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবি ও তার দল পিটিআইয়ের নেতাদের ওপর দেশত্যাগে  নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার৷ তাদের আশঙ্কা, ইমরান খান বিদেশে পালিয়ে যেতে পারেন৷

 

নিষেধাজ্ঞা জারির পর ইমরান খান এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন৷ তিনি বলেছেন, বিদেশে যাওয়ার কোনো ইচ্ছাই তার নেই৷ উল্টো এমন নিষেধাজ্ঞার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি৷

 

এ ব্যাপারে শুক্রবার (২৬ মে) এক টুইটে সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, ‘ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় আমার নাম রাখার জন্য ধন্যবাদ। বিদেশে যাওয়ার কোনো পরিকল্পনাই আমার নেই। কারণ বিদেশে আমার ব্যবসাও নেই, সম্পত্তিও নেই৷ এমনকি দেশের বাইরে একটি ব্যাংক অ্যাকাউন্টও নেই৷’

 

তিনি আরও বলেছেন, ‘যদি অবকাশ যাপনের সুযোগ পাই, তাহলে সেই স্থানটি হবে আমাদের দেশের দক্ষিণের পাহাড়গুলো৷ বিশ্বে এটিই আমার সবচেয়ে প্রিয় জায়গা।’

এদিকে কথিত আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৯ মে ইসলামাবাদ আদালতের ভেতর থেকে ইমরান খানকে আটক করেছিল পাকিস্তানের আধা-সামরিক বাহিনী রেঞ্জার্স৷ এই গ্রেপ্তারের প্রতিবাদে ইমরানের সমর্থকরা পুরো দেশজৃুড়ে বিক্ষোভ শুরু করেন৷ ওইদিন সেনাবাহিনীর সদরদপ্তর এবং লাহোরে এক কর্পস কমান্ডারের বাড়িতেও হামলার ঘটনা ঘটে৷

 

এসব আন্দোলন ও হামলার দোহাই দিয়ে এখন ইমরানের দল পিটিআইকে নিষিদ্ধ করার পরিকল্পনা করছে দেশটির সরকার৷ এছাড়া অনেককে নিরবে দলত্যাগে বাধ্য করা হচ্ছে৷ এখন দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে তার দলের নেতা-কর্মীদের ওপর আরও চাপ প্রয়োগের চেষ্টা চলছে।

 

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

 

এইচ এম কাদের সিএনএন বাংলা২৪