ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁদা না দিলে হত্যার হুমকি, অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে হিরো আলম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

চাঁদার আট লাখ টাকা না দিলে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির কাছ থেকে মোবাইলে হত্যার হুমকি পেয়েছেন আলোচিত-সমালোচিত ইউটিউবার আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম। এ অভিযোগ জানাতে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (ডিবি) দারস্থ হয়েছেন তিনি।

 

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে দুই সহযোগীসহ রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে প্রবেশ করেন হিরো আলম।

মুঠোফোনে যোগাযোগ করা হলে হিরো আলম ঢাকা পোস্টকে বলেন, আমাকে অজ্ঞাত নম্বর থেকে কল করে আট লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। চাঁদার টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তার শঙ্কা বিবেচনায় গতরাতেই (১২ সেপ্টেম্বর) ডিএমপির হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছি। কিন্তু হুমকিদাতা গ্রেপ্তার হয়নি। এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি হাতিরঝিল থানা পুলিশ।

 

তিনি বলেন, আমি কয়েকবার ফোন করলেও তারা আমার ফোন ধরেনি। তাই বিষয়টি জানাতে ডিবি কার্যালয়ে এসেছি ডিবি প্রধান হারুন ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে। আমার দাবি হলো, এ অভিযোগ ডিবি তদন্ত করুক

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪