ই-পেপার | শনিবার , ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কবি রাশেদ রউফ সাহিত্য বিশারদ আজীবন সম্মাননা পাচ্ছেন

আবদুল হাকিম রানা, পটিয়া:

শিশু সাহিত্যের জন্য বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক, সাহিত্যিক ও সাংবাদিক, দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক
কবি রাশেদ রউফকে বাংলা সাহিত্যের অমর গবেষক মুন্সি আবদুল করিম সাহিত্য বিশারদের ৭০ তম মৃত্যুবার্ষিকীতে সাহিত্য বিশারদ আজীবন সম্মাননা প্রদান করতে যাচ্ছে সাহিত্য বিশারদ স্মৃতি সংসদ।

আগামী ২৯ সেপ্টেম্বর সাহিত্যবিশারদ স্মরণানুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহা পরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। গতকাল পটিয়াস্থ সাহিত্যবিশারদ স্মৃতি সংসদের কার্যকরী ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় এ মনোনয়ন নিশ্চিত করা হয়। সংগঠনের সভাপতি, সাবেক চেয়ারম্যান মুহাম্মদ ছৈয়দের সভাপতিত্বে সংগঠনের কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় মনীষী আবদুল করিম সাহিত্যবিশারদের ৭০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৯ সেপ্টেম্বর, শুক্রবার সকাল ১০ দশটায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্মরণানুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

 

সভায় উপস্থিত ছিলেন, প্রদীপ বিশ্বাস, অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, কবি শিবু কান্তি দাশ, দেবাশীষ দাশ, অধ্যাপক ভগীরথ দাশ, শওকত হোসেন লিটন, গফফারুল বশর, সাইফুল্লাহ পলাশ, সঞ্জয় দে টিটু, রাসেল সেন, সুকান্ত দাশ, মোহাম্মদ ফরহাদ, পুলক দে দীপু, উৎস দে, সুজন দে, তন্ময় দে, রাজু আহমেদ, আরফাতুল ইসলাম সজীব, রাকিব প্রমুখ। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরাম হোসেন। এতে বলা হয়, প্রতি বছরের ন্যায় এ বছরও বাংলা সাহিত্যের এ মহাসাধকের মৃত্যুবার্ষিকী জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।

এদিকে পটিয়ার সূর্যসন্তান, বাংলা একাডেমি শিশু সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি রাশেদ রউফ সাহিত্য বিশারদ আজীবন সম্মাননার জন্য মনোনীত হওয়ায় পটিয়া প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা এক যুক্ত বিবৃতিতে তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, গুনীজনদের সম্মান জানানোর মাধ্যমে সাহিত্য বিশারদ স্মৃতি সংসদ দেশ ও সমাজে আরো গুনীজন সৃষ্টিতে সহায়ক ভূমিকা অব্যাহত রাখবে।

তারা কবি রাশেদ রউফের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪