ই-পেপার | শনিবার , ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

মহেশখালীতে ইয়াবা উদ্ধার,গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার মহেশখালীতে কুতুবজোম এলাকায় অভিযান পরিচালনা করে ১,৩০,০০০ ইয়াবা উদ্ধার চারজন মাদক কারবারী গ্রেফতার।

 

১১ অক্টোবর ১১টা ০৫ মিনিটে ১,৩০,০০০ ইয়াবা ট্যাবলেট ও ৩টি মোবাইল ফোন, ৫টি সীম কার্ড উদ্ধার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি ফিশিং বোট জব্দ করা হয়।

 

গ্রেফতারকৃত হলো, (১) জাহিদ হোসেন (৩২), পিতা-মুসলুম মিয়া, মাতা-মহিষা বেগম, সাং-কুতুবজোম নোয়াপাড়া, ০৪নং ওয়ার্ড, ইউনিয়ন-কুতুবজোম, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার। (২) কবির হোসেন (৪০), পিতা-মৃত তাজের মুল্লুক, মাতা-মৃত আয়েশা খাতুন, সাং-পশ্চিম কুতুবজোম পাড়া, ০৫নং ওয়ার্ড, ইউনিয়ন-কুতুবজোম, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার। (৩) ছালামুতুল্লাহ (২১), পিতা-মৃত হাবিবুল্লাহ, মাতা-ফেরেজা খাতুন, সাং-কুতুবজোম তাজিয়া ঘাটা, ০৩নং ওয়ার্ড, ইউনিয়ন-কুতুবজোম, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার। (৪) রুহুল আমিন (৪৫), পিতা-মৃত মজু বলী, মাতা-মৃত বদু বিবি, সাং-কুতুবজোম পশ্চিমপাড়া, ০৫নং ওয়ার্ড, ইউনিয়ন-কুতুবজোম, থানা- মহেশখালী, জেলা-কক্সবাজার।

 

র‌্যাব-১৫ সুত্রে জানা যায়, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪