ই-পেপার | বৃহস্পতিবার , ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজারের জেলা জজ হিসেবে শাহীন উদ্দীনের যোগদান

অ্যাডভোকেট আয়েশা আক্তার, কক্সবাজার

কক্সবাজারের জেলা ও দায়রা জজ হিসেবে মোহাম্মদ শাহীন উদ্দিন যোগদান করেছেন। ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালতের বিচারক) মোহাম্মদ সাইফুল ইলাহীর নিকট থেকে বুধবার (৩০ আগস্ট) তিনি দায়িত্বভার বুঝে নেন।

 

গেল ১৬ আগস্ট আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিচারক মোহাম্মদ শাহীন উদ্দীনকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক পদে পদায়ন করা হয়। মোহাম্মদ শাহীন উদ্দিন কক্সবাজারের ১৭তম জেলা ও দায়রা জজ। তিনি এর আগে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ ছিলেন। এর আগেও তিনি কক্সবাজার জেলা জজশীপে যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন।

 

এইচ এম কাদের,সিএনএন বাংলা২৪