ই-পেপার | শনিবার , ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

টেকনাফে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক

নিজস্ব প্রতিবেদক:

মাদক মামলার ২ বছরের সাজা ও অর্থদণ্ড প্রাপ্ত মো: ফয়েজ আহম্মদ নামের এক আসামী আটক করা হয়েছে। টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের হ্নীলা বাজার এলাকা হতে র‌্যাব- ১৫ তাকে আটক করে।

 

বৃহস্পতিবার (৬ জুলাই) বিকালে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

সে হ্নীলা ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের মৃত নবী হোসেনের পুত্র মো: ফয়েজ আহমদ (৪৫)। তিনি মাদক মামলার ২ বছরের সাজা ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী।

গ্রেফতারকৃত আসামী গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল। তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার মামলা নং-০৮(০১)২০১৯, ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(গ) ধারায় মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব -১৫ এর সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

আসামীর পূর্বের মামলার গ্রেফতারী পরোয়ানা মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

নুর মোহাম্মদ,সিএনএনবাংলা২৪